টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠেও পাকিস্তানের সঙ্গে সুবিধা করতে পারেনি টাইগাররা। সে দলই যেন নতুন বছরে নতুন করে নিজেদের দেখাচ্ছে ক্রিকেট বিশ্বকে। চারিদিকে ভাসছে তাদের বিজয়ের জয়ধ্বনি।
আর বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি নিজের এই অনুভূতির কথা জানান।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি টুইট বার্তায়ও জানান তার এই অনুভুতি। তিনি টুইটারে লেখেন, ২০২১ সাল ছিল আমাদের গভীর সংহতি এবং বন্ধুত্বের বছর। ২০২২ সালে সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা ভবিষ্যৎ সম্পর্ক নির্মাণ করব বলে সম্মত হয়েছি। এবং সবশেষ নিউজিল্যান্ডে বাংলাদেশ টেস্ট ম্যাচ জেতায় অভিনন্দন জানান তিনি।
গত বুধবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাউন্ট মঙ্গানুই নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বে বছরের প্রথম টেস্টে শক্তিশালী কিউইদের হারিয়ে বেশকিছু রেকর্ড জন্ম দেয় সফরকারীরা। ঘরের মাঠে অপরাজিত থাকা নিউজিল্যান্ড ১৭ টেস্ট পর পরাজয় যেন সৃষ্টি দিয়েছে নতুন এক ইতিহাসের।