গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে তার জানাজা সম্পন্ন হয়। পরে সেখান থেকে একটি কফিন মিছিল বের করেছেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর আবুল কাশেম। পরে ফেসবুকে দেয়া এক পোস্টে তার জানাজার সময় ও কফিন মিছিলের কথা জানান বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
ভেরিফায়েড আইডি থেকে দেয়া ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহিদ বীর কাশেমের জানাজা ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহিদ মিনার থেকেই। একইসঙ্গে সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহিদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল। সবাই নিজেদের নির্ধারিত সময়ে পালন করবে।’
বিস্তারিত আসছে…