The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫

পাবিপ্রবিতে রিসার্চ সোসাইটির উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশীপ ও ক্যারিয়ার বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের গ্যালারি-২ তে পাস্ট রিসার্চ সোসাইটির উদ্যোগে ও এডু ভিসা এক্সপার্টের সহযোগিতায় এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড.মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ প্রফেসর ড.মো: শামীম আহসান,সম্মানিত অতিথি ছিলেন ড. মো: ফজলুল হক।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রিসোর্স পারসন ড. মো: ফজলুল হক (পিএইচডি দ্যা ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড,অস্ট্রেলিয়া) ডিন,বিজ্ঞান অনুষদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং ড. উদয় সংকর বসাক(পিএইচডি হোক্কাইডো ইউনিভার্সিটি, জাপান) সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক ড.মোঃ কামরুজ্জামান,চেয়ারম্যান ব্যাবসায় প্রশাসন বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের (পরিবহন পুলের প্রশাসক)।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড.ফজলুল হক বিদেশে উচ্চশিক্ষা নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য রেখে বলেন,” ক্যারিয়ার বিষয়ক সেমিনারে আমি বলতে চায় তুমি যখন স্কুলে পড়েছো তখন তোমার এরিয়া ছিল তোমার গ্রাম, যখন হাই স্কুলে পড়েছো তখন এরিয়া ছিল তোমার ইউনিয়ন, যখন কলেজে পড়েছো তখন তোমার সর্বোচ্চ এরিয়া ছিল তোমার জেলা,এখন ইউনিভার্সিটিতে এসেছ এখন তোমার এরিয়া হয়েছে পুরো বাংলাদেশ। সকল জেলার ছেলেমেয়েদের সাথে তোমাদের একটা মাল্টি কালচার তৈরি হয়েছে। এই মাল্টি কালচার টা আরো বৃহৎ আকারে হবে যখন তোমরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারবে। আমি আশা করি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ আশা পূরণ করতে সক্ষম হবে।”

অধ্যাপক ড. উদয় সংকর বসাক উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন।দিক তুলে ধরে বলেন,”প্রথমে শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে যেতে হবে। বিদেশে শিক্ষার জন্য যে খুব বেশি মেধাবী হতে হবে তা নয় তোমাকে হতে হবে পরিশ্রমি। একজন প্রফেসর বলেছিলেন আই ডোন্ট নিড ব্রিলিয়ান্ট স্টুডেন্টস,আই নিড হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস। এছাড়াও তোমাদের কয়েকটি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তার ভেতর ১।একাডেমিক পড়াশোনায় ফোকাস থাকা,২। শক্ত নেটওয়ার্ক তৈরি করা,৩।রিসার্চে যুক্ত হওয়া,৪। পড়াশোনায় উৎসাহী এবং ওপেন মাইন্ডেড হতে হবে ৫। টাইম ম্যানেজমেন্ট ৬।নিজেকে উন্নয়নের জন্য কাজ করা,৭।বিভিন্ন স্কলারশিপ এবং সুযোগকে কাজে লাগানো,এবং ৮।কাজে অবিচল থাকতে হবে”

উক্ত সেমিনারের সার্বিক ব্যবস্থাপক অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন,” আমরা আমাদের শিক্ষার্থীদের পটেনশিয়ালটিকে কাজে লাগিয়ে গবেষণায় আগ্রহী এবং প্রকৃত গবেষক তৈরি করার উদ্দেশ্যে আজকে থেকে আমরা পাস্ট রিসার্চ সোসাইটির যাত্রা শুরু করতে যাচ্ছি। এই সংগঠনের মাধ্যমে আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে মুলত টিম ওয়ার্ক করব, দলগতভাবে কাজ করার মাধ্যমেই আমরা পাবিপ্রবিকে এগিয়ে নিব। আপনারা যারা এই মহতী উদ্যোগে আমাদের সাথে আছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন সকলকে ধন্যবাদ জানাই।”

You might also like
Leave A Reply

Your email address will not be published.