ডেস্ক রিপোর্ট: ভারতের চলমান মহাকুম্ভ মেলায় পৌঁছানোর জন্য ভক্তরা যাওয়ার পথে বিশাল ট্রাফিক জ্যামের সম্মুখীন হয়েছেন। যানজটটি অন্তত ৩০০ কিলোমিটার দীর্ঘ। এতে জ্যামে আটকে পড়েছেন হাজার হাজার ভক্ত। খবর এনডিটিভির।
খবরে বলা হয়েছে, প্রয়াগরাজ যাওয়ার পথে শত শত কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানজট সামলাতে পার্শ্ববর্তী মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০০-৩০০ কিলোমিটার পর্যন্ত ট্রাফিক জ্যাম থাকায় সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রয়াগরাজের দিকে যাওয়া অসম্ভব। পুলিশের মহাপরিদর্শক (রেওয়া জোন) সাকেত প্রকাশ পান্ডে জানিয়েছেন, সপ্তাহান্তে ভিড়ের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়াগরাজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গাড়িগুলো ৪৮ ঘণ্টা ধরে আটকে আছে বলে দাবি করা হচ্ছে। ৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে অন্তত ১০-১২ ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
বেনারস, লখনউ এবং কানপুর থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে ২৫ কিলোমিটার পর্যন্ত যানজটের পাওয়া যাচ্ছে। এমনকি শহরের ভেতরেও অন্তত সাত কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ভিড় সামলাতে প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
রেলওয়ে অফিসার কুলদীপ তিওয়ারি জানিয়েছেন, প্রয়াগরাজ সঙ্গম স্টেশনের বাইরে ভিড়ের কারণে যাত্রীদের স্টেশন থেকে বের হতে পারছে না। ভক্তদের এমন ভিড়ের কারণেই স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রয়াগরাজ জংশন স্টেশনে একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার কুলদীপ সিং বলেছেন, মেলাতে পৌঁছনোর চেষ্টা করছে বিপুল সংখ্যক গাড়ি। যানবাহনের সংখ্যাও অনেক বেশি দেখা যাচ্ছে। ভক্তরা মেলায় যতটা সম্ভব কাছাকাছি আসার চেষ্টা করছেন। এ কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রয়াগরাজের যানজট নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করছেন, যানজটের ফলে শহরে প্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে।