ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি।’
এছাড়া এ অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ সোমবার রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ততদিন চলবে যতোদিন ডেভিল মুক্ত না হবে। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টে কোন নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’