ডেস্ক রিপোর্ট: শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তবে এ আশ্বাস প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কয়েকশো শিক্ষার্থী লংমার্চ করে শাহবাগে জাদুঘরের সামনের সড়কে এসে অবস্থান নেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রতিশ্রুতি দিয়েও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরগুলো তাদের বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় এই কর্মসূচি পালন করছেন বলে দাবি ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের।
পরে দুপুরে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যাক্তিগত সহকারী মুহাম্মদ তুহিন ফারাবী। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেছেন, সোমবারের (১০ ফেব্রুয়ারি) মধ্যেই নিয়োগের বিষয়ে দেয়া হবে সার্কুলার।
তবে সাত দিনের বিরতির পর আবারও আশ্বাসের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন আন্দোলনকারীরা। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’, ‘আশ্বাস নয় ঘোষণা চাই’ স্লোগান দিতে থাকেন। আজই সমাধান চান শিক্ষার্থীরা। দাবি আদায়ে সড়কে অবস্থান করছেন তারা।