ডেস্ক রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদের সহযোগীতা করবেন।’
আজ রবিবার রাজধানীর নির্বাচন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সিইসি নাসির উদ্দীন বলেন, ‘অতীতের নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত হয়েছে, এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। রাজনীতির কাছে ইসিকে সপে দেওয়া বন্ধ করতে হবে। রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা না করা যায়, তবে আবার সেই পুরোন বিতর্কের সৃষ্টি হবে।’
সুষ্ঠু নির্বাচন আয়োজনে দেশের সর্বস্তরের মানুষের সাহায্য প্রয়োজন মন্তব্য করে সিইসি বলেন, ‘শুধুমাত্র ইসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সারা দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না। দেশের সর্বস্তরের মানুষের সহযোগীতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনে সম্ভব হবে না। গণমাধ্যমকর্মীসহ দেশের প্রতিটি মানুষকে নিয়েই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।’
তিনি বলেন, ‘সাংবাদিকরাও নির্বাচন কমিশনের অবিচ্ছেদ্য অংশ। নির্বাচনের কমিশনের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হল মিডিয়া। আমরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অংশীদার মনে করি।’