The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, আহত ১

ডেস্ক রিপোর্ট: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মোবাশশির হোসাইন নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী গুলিবিদ্ধ হন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিসি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত মোবাশশির হোসাইন সাংবাদিকদের জানান, গাজীপুরে আজ তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল ইসলাম বলেন, একজন মোটরসাইকেল আরোহী এসে গুলি করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে ডিসি কার্যালয়ের সামনে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.