The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ প্রশ্নের পুনরাবৃত্তি

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নে পর পর ৪টি প্রশ্নের পুনরাবৃত্তি ঘটেছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী ৮টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার সেট-বি এর প্রশ্নপত্রের অ্যাকাউন্টিং অংশে দেখা যায়, এই বিভাগের ১২টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের হুবহু পুনরাবৃত্তি ঘটেছে। অর্থাৎ প্রশ্নপত্রের ২৮-৩১ এবং ৩২-৩৫ নম্বর প্রশ্ন একই। পুনরাবৃত্তি হওয়া ৪টি প্রশ্ন হলো- “রুপান্তর খরচের সমষ্টি?”, “আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপণী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা হলে পণ্যের মূল্য কত?”, “একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার ওপর কী প্রভাব পড়বে?”, “সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়?”

এ বিষয়ে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, এ রকম সমস্যা আমি আমার ফ্যাকাল্টিতে একটিও পাইনি। কিন্তু ঘটনা হলো কিছু প্রশ্নে, সেটি হয়ত ৫০ থেকে ৬০ টি প্রশ্নে হবে, ‘এ’ সেটের প্রশ্ন ‘বি’ সেটে চলে গেছে, এবং ‘বি’ সেটের প্রশ্ন ‘এ’ সেটে চলে এসেছে। ১ শতাংশ শিক্ষার্থীদের মতো। তবে ছাত্রদের কোনো ক্ষতি হবে না, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এটিকে একটি পদ্ধতির মধ্য দিয়ে টেককেয়ার করব।

পরীক্ষা চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.