The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫

শিরোপা জয়ের লড়াইয়ে বোলিংয়ে বরিশাল

ডেস্ক রিপোর্ট: ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামছে বিপিএলের একাদশ আসরের। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

অধিনায়ক হিসেবে দশম বিপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলেন তামিম ইকবাল। এবারও তার দল ফরচুন বরিশাল টানা দ্বিতীয় শিরোপা জেতার হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে আছে। অধিনায়ক হিসেবেও তামিমের অপেক্ষা পরপর দুইবার বিপিএলের সর্বোচ্চ পুরস্কার হাতে তোলার।

অন্যদিকে ২০১৩ সালে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে খেলেছিল চিটাগং কিংস। সেটিই ছিল শেষবারের মতো। এরপরে বন্দর নগরীর ফ্রাঞ্চাইজিটির নামে বদল এসেছে বেশ কয়েকবার। তবে কখনো কেউ ফাইনালে উঠতে পারেনি।

একাদশ বিপিএলে দলটি আবারও চিটাগং কিংস নামে ফিরে আসে। প্রথম ও দ্বিতীয় বিপিএলের পরে এটি তাদের তৃতীয় বিপিএল। তিন আসরে খেলতে নেমে কিংস বাহিনী দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে।

আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বরিশাল। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে ছাড়াই একাদশ সাজিয়েছে তারা। অন্যদিকে আগের ম্যাচের নায়ক আলি আল ইসলাম নেই চিটাগাংয়ের একাদশে। ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারছেন না এই স্পিনার।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তাওহিদ হৃদয়, দাউদ মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম, মোহাম্মদ আলি।

চিটাগাং কিংস একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, খাজা নাফি, হোসেন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দেজ, আরফাত সানি, শরীফুল ইসলাম, খালেদ হোসেন, নাইম ইসলাম।

You might also like
Leave A Reply

Your email address will not be published.