ডেস্ক রিপোর্ট: গণঅভ্যত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ ঘিরে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুর্যাল ও মুজিব পরিবারের সদস্যদের নামসম্বলিত ফলক ভাঙচুর করে ছাত্র- জনতা।
এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনাকে উসকে দেওয়ার জন্য প্রায় সবাই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে। পাশাপাশি সবাইকে শান্ত থাকারও আহ্বান করা হয়েছে।
এবার এ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান করেন আজহারী।
পোস্টে তিনি বলেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি।’
তিনি আরও বলেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে- প্লিজ, এবার শান্ত হোন!