The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫

আপনারা চাইলে আসিফ এমপি ইলেকশন করবে: উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা

ডেস্ক রিপোর্ট: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তার বাবা মো. বিল্লাল হোসেন ভূইয়া।

সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে দেওয়া উপদেষ্টা আসিফের বাবার ওই ঘোষণার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ জানুয়ারি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের পীর ঘোড়াশাল গ্রামে আলহাজ আলী হোসেন চিশতি প্রকাশ্যে বোবা শাহ স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেওয়া বক্তব্যের অংশ ছিল এটি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আকবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামের বাসিন্দা। তার বাবা বিল্লাল হোসেন আকবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ভাইরাল হওয়া ৩ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ভূইয়াকে বলতে শোনা যায়, আপনাদের দোয়ার বরকতে আমার ছেলে (আসিফ মাহমুদ) বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অর্থাৎ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মন্ত্রণালয় যেটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আসিফ মাহমুদ এখানে উপস্থিত সবাইকে সালাম জানিয়েছেন।

তিনি বলেন, আপনাদের এখানে আমাকে প্রধান অতিথি করার পর আমি আমার ছেলের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। আমার ছেলে এই বোবা শাহ দরবারের পাশে যে মসজিদ আছে সে মসজিদ উন্নয়নের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেছে। শিগগিরই মসজিদ কমিটির যারা আছেন তারা পরামর্শ করে এই অনুদান মসজিদের উন্নয়নে লাগাবেন।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদের উদ্দেশ্য আছে মুরাদনগরকে একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার। সে আপ্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। সামনে মুরাদনগরের উন্নয়নে যত প্রকার কাজ দরকার আছে সে সবগুলাই করবে। সে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে মুরাদনগরের কাজগুলোকে অল্প সময়ের ভেতরে সম্পন্ন করার জন্য যথেষ্ট চেষ্টা করছে।

বিল্লাল হোসেন বলেন, এ পর্যন্ত প্রায় ২০০ রাস্তার প্রকল্প হাতে নিয়েছে সে। মসজিদ-মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান এগুলোর উন্নয়ন করার জন্য প্রায় আড়াইশ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রকল্প হাতে নিয়েছে। ৩০টি হাইস্কুল এবং কলেজের নতুন ভবন নির্মাণের জন্য একটা পরিকল্পনা আছে। অর্থাৎ এক কথায় মুরাদনগরের উন্নয়নের জন্য তার চাহিদা আছে। সবগুলো পূরণের জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের যদি দোয়া থাকে তাহলে এগুলো সুসম্পন্ন হবে।

তিনি বলেন, আসিফ মাহমুদ আকবপুর ইউনিয়নের তথা মুরাদনগরের মাটি ও মানুষের সন্তান। আপনারা যদি চান তাহলে আসিফ ভবিষ্যতে মুরাদনগরে এমপি ইলেকশন করবে এবং সেখানে আপনাদের সহযোগিতা থাকলে। আমি সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.