The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫

শেখ হাসিনার কার্যক্রম নিয়ে নয়া দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডকে ঢাকা উসকানিমূলক বলে মনে করায় নয়া দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেছে। শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হলেও নয়া দিল্লির পক্ষ থেকে কোনো জবাব পায়নি ঢাকা।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও এ ধরনের প্রচেষ্টার প্রতিবাদ জানাল।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য খুবই আক্রমণাত্মক, যা তরুণ প্রজন্মের অনুভূতিতে আঘাত করে থাকতে পারে।

তৌহিদ হোসেন বলেন, ঢাকা ভারতকে অনুরোধ করে যাচ্ছে যাতে হাসিনা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। ‘আমরা দেখব ভারত কী পদক্ষেপ নেয়।’

ভারতের সঙ্গে সই করা চুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদানির সঙ্গে চুক্তিটি ভালো ছিল না এবং এটিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংক্ষিপ্তভাবে আনুষ্ঠানিক আমিরাত সফর করবেন এবং সেখানে ভিসা ইস্যুসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

হোসেন বলেন, ভারত বলছে তারা শেখ হাসিনাকে কোনো প্লাটফর্ম দিচ্ছে না।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া জানতে চাইলে হোসেন বলেন, ‘আমরা জানি এটা (ধানমন্ডি ৩২ নম্বরে ধ্বংসযজ্ঞ) নেতিবাচক হবে।’

তিনি বলেন, ‘আমরা এটিকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছি। সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার চেষ্টা করবে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.