The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫

এবার ঢাকায় আজহারীর মাহফিল, চলছে বিশাল প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট: দেশে ফেরার নতুনভাবে শুরু করা ধারাবাহিক তাফসির মাহফিলে এবার ঢাকায় দেখা যাবে মিজানুর রহমান আজহারীকে। আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নবাবগঞ্জে তাফসির পেশ করবেন জনপ্রিয় এই ইসলামিক আলোচক। এই লক্ষ্যে বিশাল প্রস্তুতিও নেয়া হয়েছে।

আগামী শনিবার সকাল ১০টায় নবাবগঞ্জের বারুয়াখালী মাহফিল ময়দানের ২৮তম বার্ষিক কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকবেন ড. মিজানুর রহমান আজহারি। ওই মাহফিলে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক আর সভাপতিত্ব করবেন মো. শাহজাহান শিকদার।

ওই মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তু রাখা হয়েছে। শুধু অজুখানা বানানো হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার জায়গাজুড়ে। বিশাল প্যান্ডেলের সামনে রয়েছে শ্রোতাদের বসার জন্য শামিয়ানা টানানো বড় ময়দান।

গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল হয়েছিল। তার আসার খবরে কক্সবাজারের পেকুয়ায় মানুষের ঢল নেমেছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই ছিল তার প্রথম মাহফিল।

এরপর পর্যায়ক্রমে সবগুলো বিভাগের বিভিন্ন শহরে শহরে মাহফিল করেন তিনি। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী ও চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রাখেন তিনি। ঢাকার মাহফিলটা সপ্তম আয়োজন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.