The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫

টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক নিযুক্ত হয়েছেন ফারজানা বাসার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের আদেশ মোতাবেক ফারজানা বাসারকে সাময়িকভাবে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিধি মোতাবেক ওই কর্মকর্তা ভাতাদি প্রাপ্য হবেন। এ নিয়োগ আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.