The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

ববি ছাত্রশিবিরের ২ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব

ববি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে এ উৎসবের উদ্বোধন করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।

আয়োজক সূত্রে জানা যায়, প্রকাশনা উৎসবে ইসলামী সাহিত্য, গবেষণা বিষয়ক বই, ইতিহাস বিষয়ক বই, শিবিরের নববর্ষের প্রকাশনা, সমর্থক, কর্মী ও সদস্য সিলেবাসের বইসহ বিভিন্ন ধরণের বই রয়েছে। এদিকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার কারণে ক্যাম্পাসের বাইরে এধরণের আয়োজনের কথা জানান আয়োজকরা।

প্রকাশনা উৎসবের উদ্বোধনে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, এই উৎসব শিক্ষার্থীদের ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনে, মেধা মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও শিক্ষার্থীদের ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করবে এই প্রকাশনা উৎসব।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক বলেন, আমাদের প্রকাশনা উৎসবের মূল উদ্দেশ্য বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে যেন ইসলামের আদর্শে আদর্শিত হয়ে সামাজিক মূল্যবোধ, নীতি নৈতিকতা, সচ্চরিত্রবান ব্যাক্তি হিসেবে গড়ে তোলার স্পৃহা জন্ম নেয়।

এছাড়াও প্রকাশনা উৎসবের পরিদর্শনে আসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি, ট্রেজারার অধ্যাপক মো. মামুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আত্মপ্রকাশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম। তবে বিশ্ববিদ্যালয়টির শিবিরের পূর্ণাঙ্গ কমিটি এখনও প্রকাশিত হয়নি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.