The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আদালত চত্বরে হট্টগোল সৃষ্টি হয়েছে। এ সময় পরান চৌধুরী নামে এক যুবলীগকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধরা।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ওই সময়ে শুনানি শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে প্রিজনভ্যানে কারাগারে নেয়া হচ্ছিল।

আটক পরান চৌধুরী শহরের বাসিন্দা ও যুবলীগকর্মী। তিনি গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালানো যুবলীগ নেতা টিপুর অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের চার শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের জামিন শুনানির তারিখ ছিল আজ। এসব মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমসহ গ্রেফতার আসামিদের কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে উঠাচ্ছিল পুলিশ।

এ সময় জয় বাংলা স্লোগান দেন পরান। এতে আদালত প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে জয় বাংলা স্লোগান দিলেই প্রতিহত করাসহ পুলিশে সোপর্দের আহবান জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন জজ কোর্টোর পিপি আ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, মহসিন কবির মুরাদ, মাহীর আসহাবসহ অনেকে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় পরান নামে একজনকে আটক করা হয়। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গত ৪ আগস্টের ঘটনায় জড়িত আছে কি না তাও তদন্ত করা হবে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.