The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫

আজীবন সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার

ডেস্ক রিপোর্ট: আজীবন সম্মাননা পেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিকে নাইডু সম্মাননায় ভূষিত করা হয় তাকে।

৩১তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন টেন্ডুলকার। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ ওয়ানডে। দুই ফরম্যাটেই যা সর্বোচ্চ।

ওয়ানডেতে ব্যাট হাতে ১৮ হাজার ৪২৬ আর টেস্টে ১৫ হাজার ৯২১ রানের মালিক তিনি। সেইসাথে একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির মালিকও কিংবদন্তি এই তারকা।

গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া রবিচন্দ্রন অশ্বিনকে দেয়া হয়েছে একটি বিশেষ পুরস্কার। সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে ২০২৩-২৪ মৌসুমের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার ‘পলি উমরিগড়’ প্রদাণ করা হয় পেসার যশপ্রীত বুমরাহকে। মেয়েদের ক্রিকেটে এই পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.