ইবি প্রতিনিধি: বাসের সিট ধরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমনের সাথে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলামের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে উক্ত দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে প্রক্টর ও এক শিক্ষক সহ উভয় বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী।
রবিবার (১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের বটতলা ও ডায়না চত্বরে আইন ও আল ফিকহ্ ও লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করা ডাবল ডেকার বাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরবর্তীতে এ বাসটি ক্যাম্পাসে প্রবেশ করলে সুমনের ডাকে আইন ও রাকিবের ডাকে আল-ফিকাহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অভিযুক্ত, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অনুষদ ভবনের প্রক্টর অফিসে নিয়ে প্রায় ২ ঘন্টা পর বিষয়টি সমাধানের করেন।
এসময় অপেক্ষারত ছিলো উভয় বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
পরে মধ্যরাতে উভয়পক্ষ থেকে হইহুল্লোড় শুরু হলে তা এক পর্যায়ে মারামারিতে গড়ায়। কয়েক দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষে জুবায়ের, কবির, বাধন, আকাশ, রাকিব সহ উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এছাড়া মারামারি থামাতে গিয়ে দুইজন শিক্ষক প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আহত হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উভয় পক্ষের সাথে কথা বলে আমরা বাসের মধ্যকার ঘটনার সমাধান করেছি। এরপর মারামারির যে ঘটনা ঘটেছে তা নিয়ে আগামীকাল আমরা বসে সিদ্ধান্ত নিবো।