The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫

বিদ্যালয়ের অনুষ্ঠানে ‘জিতবে আবার নৌকা’ গানে ছাত্রীদের নাচের ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ‘জয়বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে ছাত্রীদের নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভিডিওটি ভাইরাল হয়। গত ২৬ জানুয়ারি ওই বিদ্যালয়ের ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভিডিওটি ওই দিন ধারণ করা হলেও শনিবার ২০ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯১০ সালে ফরিদপুর জেনারেল হাসপাতালের দক্ষিণ পাশে শহরের প্রাণকেন্দ্র স্থাপন করা হয়। এটি ফরিদপুরের নারী শিক্ষার জন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৬ জানুযারি ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বার্ষিক এ ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই সময় সাউন্ডবক্সে বিভিন্ন গান বাজছিল এবং ছাত্রীরা ওই গানের তালে তালে নাচ করছিল। এক পর্যায়ে একটি গান শেষ হওয়ার পর ‘জয়বাংলা জিতবে আবার নৌকা’ গানটি বেজে ওঠে। ওই গানের সঙ্গে শিক্ষার্থীরা নাচতে থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম বলেন, ওই গানটির বিষয় আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি সেটি বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেই।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কেন ঘটল এবং কেন ভিডিওটি ভাইরাল করা হলো তা খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আজ রোববার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সেটার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.