আগামীকাল সকাল ৯টায় হবে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ জুবায়ের।
আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আজ (১ জানুয়ারি) রাত ১২টা থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
এদিকে দ্বিতীয় দিনে মুসল্লিদের সংখ্যা আরও বেড়েছে টঙ্গী ইজতেমা ময়দানে। বিদেশি অতিথিদের সংখ্যা ছাড়িয়েছে ১৮ শ। সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে পুলিশ।
এবারের ইজতেমা তিন ধাপে করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইজতেমার আয়োজক কমিটি। সুরায়ে নিজামের অনুসারিরা জানান, তিন পর্বে ইজতেমা আয়োজন করায় অতিতের চেয়ে ভোগান্তি কমেছে মুসল্লিদের। ইজতেমার আয়োজন সুশৃঙ্খল হয়েছে বলে জানান আগত মুসল্লিরা।