The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫

বইমেলায় রাজশাহী কলেজ শিক্ষিকার গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’

ডেস্ক রিপোর্ট: অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে রাজশাহী কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হাজেরা খাতুনের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’।

পুথিপ্রকাশ থেকে প্রকাশিত গল্পগ্রন্থটির প্রচ্ছদ করেছেন শোয়েব জামান। গ্রন্থটি ১৪টি গল্প নিয়ে রচিত। বইমেলার পুথিপ্রকাশের ৭৭৫ স্টলে পাওয়া যাচ্ছে গ্রন্থটি। এছাড়াও বইটি রকমারি ডটকমে এ অর্ডার করা যাবে।

‘কাঁটাবনে লাল শিউলি’ সম্পর্কে লেখিকা বলেন, প্রকৃতির প্রতি অপরিসীম আকর্ষণে শৈশবের দেখা প্রকৃতির মাঝে সরল সৌন্দর্যের সন্ধান গ্রামীণ পরিবেশে গ্রামের মেঠোপথে বেড়ে ওঠা সাধারণ সহজসরল মানুষগুলো আমার গল্পের চরিত্র।

তিনি আরো বলেন, ‘কাঁটাবনে লাল শিউলি’ আমার লেখা দ্বিতীয় গল্পগ্রন্থ। গ্রন্থটি মোট ১৪টি গল্প নিয়ে রচিত। শ্বাসরুদ্ধকর কিংবা কঠিন পরিস্থিতিতে সংগ্রামের মধ্য দিয়ে ভালো কিছু অর্জনকে ‘কাঁটাবনে লাল শিউলি’ রূপক অর্থে ব্যবহার করেছি। ব‌ইটি উৎসর্গ করেছি জুলাইয়ের শহিদের প্রতি।

দ্বিতীয় গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে লেখিকা বলেন, ‘কাঁটাবনে লাল শিউলি’ গল্পগ্রন্থের প্রতিটি গল্পের চরিত্রগুলোর মুখে রাজশাহী জেলার মোহনপুর ও বাগমারা উপজেলার আঞ্চলিক ভাষায় গল্পগুলো নির্মিত। ২০২৪-এর জুলাইয়ে এসে ছাত্র -জনতার অভ্যূত্থান রক্তাক্ত জুলাই আমার দেখা প্রথম অভ্যুত্থান তাই বিস্ময়কর চিন্তা -ভাবনা অস্থিমজ্জায় ধারণ করে কলম ধরি ।

‘কাঁটাবনে লাল শিউলি’ গল্পে রাজশাহী কলেজের ছাত্র‍ শহিদ রায়হান আলী, রাজশাহীর সন্তান সাকিব আন্জুমসহ রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা, দেশের তরুণ ছাত্ররা মৃত্যুকে তুচ্ছ ভেবে পুলিশের গুলি বুকে ধারণ করার সাহসকে বৈপ্লবিক প্রেক্ষাপট হিসেবে তুলে ধরেছি। গল্পগুলো শুধু গল্প নয়, জীবনের সত্য কাহিনি। জুলাই বিপ্লব বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একটি অধ্যায়ের নাম।

উল্লেখ্য, লেখিকার প্রথম গল্পগ্রন্থ কুচ কুড়ি ২০২১ সালের ডিসেম্বর মাসের প্রকাশিত হয় । প্রথম কাব্যগ্রন্থ কাঠগোলাপ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.