ডেস্ক রিপোর্ট: ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাই তবে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ স্বাভাবিকভাবে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে চাইলে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে তরুণদের মাধ্যমে সেজন্য নতুন পথে হাঁটার সক্ষমতা অর্জন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়েছেন জোনায়েদ সাকি। গণতান্ত্রিক শক্তিবিহীন নতুন বন্দোবস্ত সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এই সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। জুলাই গণহত্যার বিচার, শহীদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান তারা।