The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫

বিয়ের তিন মাসে মা হলেন অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট: বিয়ের তিন মাস পেরোতেই মা হলেন ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। বিয়ের এক মাসের মাথায় অন্তঃসত্বার খবর প্রকাশ করে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন তিনি। এবার তবে সুখবরই দিলেন।

সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। শুক্রবার জানালেন সেই সুখবর। গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি। অর্থাৎ বিয়ের তিন মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী।

অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন, গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন।

এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবাগত সদস্যকে নিয়ে কিছু আদূরে মুহূর্তও ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদীপ। ছবিতে দেখা গেছে মায়ের আঙুল ধরে রয়েছে একরত্তি। আর ক্যাপশনে লেখা- ‘বিলম্বিত প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।’

তবে পুত্রসন্তান না কন্যাসন্তান, সেটা অবশ্য পোস্টে উল্লেখ করেননি তারা। কারণ দিন কয়েক আগেই সাক্ষভক্ষণের অনুষ্ঠানে ‘ছেলে না মেয়ে হবে’ পারিবারিক সদস্যদের নিয়ে ভোট চ্যালেঞ্জ করে কটাক্ষের শিকার হতে হয়েছিল দম্পতিকে। সেই কারণেই সম্ভবত সন্তানের লিঙ্গ প্রকাশ্যে আনেনি রূপসা-সায়নদীপ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.