ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, মেট্রো সার্কেল-১ মিরপুর এর প্রাক্তন সহকারী পরিরচালকের বিরুদ্ধে র্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে। মামলাটি দায়ের করেন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুল ইসলাম।
বুধবার (২২ জানুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ কার্যালয় থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মামলা দায়েরের বিষয়টি জানানো হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি মো. আবুল হাসান বিআরটিএ, মিরপুর, ঢাকা কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দালিলকৃত সম্পদ বিবরণীতে ৫৭,২৬২/- (সাতান্ন হাজার দুইশত বাষট্টি) টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনপূক ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রদান এবং বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকান্ড ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬২,৫৪,৬১৪/- (বাষট্টি লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত চৌদ্দ) টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জণপূর্বক তা নিজ ভোগ-দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, এর ২৬(২), ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সম্পাদন করেন। এই বিপুল পরিমান সম্পদের তথ্য গোপনের বিষয়টি তার জমাকৃত সম্পদ বিবরণী পর্যালোচনা ও অনুসন্ধানে বেরিয়ে আসে বলে এজহারে উল্লেখ করা হয়েছে।