The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫

৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

ডেস্ক রিপোর্ট: চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং ইন্সটিটিউটের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

এতে শাহবাগ সড়কে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশ পাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় গণপরিবহন থেকে নেমে অনেককে পায়ে হেটে গন্তব্যে রওনা দিয়ে দেখা যায়।

বিক্ষোভকারীরা বলেন, শূণ্যপদে নিয়োগ, নতুন পদ সৃষ্টি, উচ্চ শিক্ষার সুযোগ, ভাতাসহ ইন্টার্নশিপ চালু এবং আলাদা বোর্ডের দাবিতে আন্দোলন করছেন তারা। দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও আমাদের দাবি মানা হচ্ছে না।

তারা আরও জানান, ডিপ্লোমা করেও তাদের ১১তম গ্রেডের চাকরিতে ঢুকতে হয়। এটি বাতিল করে ১০ গ্রেডে চাকরির সুযোগ দিতে হবে।

প্রসঙ্গত, বর্তমানে সারাদেশে ১৬টি সরকারি ও প্রায় ২০০টি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি কোর্স পরিচালনা করছে। সেখানে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.