ডেস্ক রিপোর্ট: সাকিব আল হাসানের পর এবার প্রশ্নবিদ্ধ হয়েছে আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন। বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলা এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। এর আগেও তার অ্যাকশন নিয়ে সন্দেহের তৈরি হয়েছিল। সেই সন্দেহ দূর করতে এবার তাকে অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করতে হবে।
২০১৯ সালে প্রথমবার বিপিএল খেলতে এসেই আলোচনায় চলে এসেছিলেন আলিস। পরিচিতি পান ‘রহস্য স্পিনার’ হিসেবে। কিন্তু সেবারই তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরীক্ষা দেওয়ার আগে চোটে পড়ে ৮ মাসের জন্য ছিটকে যান। পরে অ্যাকশন শুধরে ফিরেন ঘরোয়া ক্রিকেটে। গত আসরে ভালো করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু আবারও ছিটকে যান চোটের কারণে।
এবার চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলছেন আলিস। তার অ্যাকশনের ব্যাপারে প্রশ্ন ওঠার ব্যাপারটি ম্যাচ শুরুর আগে টি স্পোর্টস এর আলোচনা অনুষ্ঠানে নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। যে কারণে দুর্বার রাজশাহীর বিপক্ষে একাদশে তাকে রাখা হয়নি। এবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চলমান ম্যাচে একাদশে আছেন আলিস। বিসিবির কাছে পরীক্ষা দিতে হবে আলিসকে। ফলাফল আসার আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন।