The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫

রাবির আবাসিক হলগুলোতে সিট বরাদ্দের আবেদন শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ সুশৃঙ্খলভাবে সিট বরাদ্দ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো: ছামিউল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলের সিটের বরাদ্দের আবেদন শুরু হয়েছে।

আবাসিক হলসমূহের সীট বরাদ্দের বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক (২য় থেকে ৪র্থ বর্ষ) এবং স্নাতকোত্তর প্রোগ্রামে নিবন্ধিত শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। প্রতিটি হলে অত্যন্ত অভাবগ্রস্ত, বিশেষ চাহিদাসম্পন্ন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্যাটাগরির জন্য ১০% সীট বরাদ্দ রাখা আছে। এই সীটগুলো বণ্টনের বিষয়ে হল প্রাধ্যক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবেন। এক্ষেত্রে আবেদনকারীর সেশন/শিক্ষাবর্ষের বিষয়ে কোনো বাধ্যবাধকতা থাকবে না। প্রণীত নীতিমালার আলোকে আইবিএ-এর ছাত্রছাত্রীদের মধ্য থেকে ফাঁকা সিটের সর্বোচ্চ ১% বরাদ্দ দেওয়া হবে।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, “কোনো শিক্ষার্থী আন্ডারগ্র্যাজুয়েট সম্পন্ন করে নিয়মিত ব্যাচের সঙ্গে মাস্টার্সে ভর্তি না হলে তার সিট বাতিল বলে গণ্য হবে। শিক্ষার্থীর মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা (ইন্টার্নশিপ/ফিল্ডওয়ার্ক/প্রজেক্ট/থিসিস [লিখিত ও মৌখিক]/ব্যবহারিক/ভাইভা ইত্যাদি) সমাপ্তির ১৫ দিনের মধ্যে হল কর্তৃপক্ষের নিকট তার সিট বুঝিয়ে দিয়ে হল ত্যাগ করতে হবে।
বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনোভাবেই কক্ষ বা সিট পরিবর্তন করতে পারবে না।

এছাড়াও কোনো শিক্ষার্থী শৃঙ্খলা পরিপন্থী কাজে নিয়োজিত থাকলে, শিক্ষার্থীদের এবং স্টাফদের প্রতি যেকোনো ধরনের হয়রানি অথবা অসদাচরণ করলে মাদকাসক্ত হলে অথবা চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকলে তাৎক্ষণিকভাবে তার সিট বাতিল করা হবে। আর শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার ছাত্রজীবনে পুনরায় হলে আবাসনের জন্য আবেদন করতে পারবে না বলেও বিজ্ঞপ্তি
বলা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.