The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫

৫ আগস্ট নির্বাচন করা যেতে পারে: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলােই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে সরকার ৫ আগস্ট নির্বাচন আয়োজন করতে পারে। তাহলে জনগণ দীর্ঘদিন মনে রাখবে।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরাতে নানা ধরণের তৎপরতা চলছে। রাজনৈতিক দল গঠন হলে স্বাগত জানাবো। কিন্তু কোনোভাবে যাতে কিংস পার্টি না হয়। এ সময় কারও রাজনৈতিক উচ্চাভিলাস পূরণের হাতিয়ার না হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম লক্ষ্য নির্বাচন। এরইমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ফলে নির্বাচন কেন্দ্রিক এই সংস্কারে বেশি সময় লাগার কথা নয়। এ সময় সংস্কার সংস্কার খেলা নয়, অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করার আহ্বান জানান তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.