ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ জবাবের অপেক্ষায় আছে, জবাব না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে -এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস৷ সাক্ষাৎকালে, গোয়েন লুইস ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পর্কে জানতে চাইলে একথা জানান তাজুল ইসলাম।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। ভারত এখনও এর জবাব দেয়নি। জবাব না দিলে আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কাজ এগিয়ে চলছে। দ্রুত সময়ের মধ্যে দু’একটি মামরার তদন্ত প্রতিবেদন দেয়া হবে। বিচারের বিষয়ে জাতিসংঘের সমর্থন চাওয়া হয়েছে। এ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন গোয়েন লুইস।