জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বহিরাগত ব্যক্তি হলেন চট্টগ্রামের আশরাফুল আলম পারভেজ।
জানা যায় বিশ্ববিদ্যালয়ের হিম উৎসব থেকে সে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সাথে মধ্যরাতে হলে যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে হলের কক্ষ থেকে আটক করে।
আটকের পর পারভেজ বলেন,”আমরা দুইজন ভালো বন্ধু । আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ পড়ে মুখ ও শরীর চাদরে মুড়িয়ে হলে প্রবেশ করি।”
এ বিষয়ে জানতে চাইলে হল সুপার নাদিয়া সুলতানা বলেন, “হলের মেয়েরা ওই ছাত্রীর রুমে সেই পুরুষের উপস্থিতি বুঝতে পেরে আমাকে জানালে তৎক্ষনাৎ আমি হলের খালাকে সাথে নিয়ে রুমে যাই। দরজা খোলার পর আমি তাকে খাটের উপরে বসে থাকা অবস্থায় দেখতে পাই। এ বিষয়ে আমি হল প্রভোস্টকে জানাই।”
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত পারভেজকে পুলিশের হাতে সোপর্দ করেন।