ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতায় আর জি কর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক তিলোত্তমাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়। আজ শনিবার (১৮ জানুয়ারি) তার বিরুদ্ধে আদালত এই রায় দেন। আগামী সোমবার সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে।
২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতাল থেকে উদ্ধার করা হয় তিলোত্তমার মরদেহ। এরপর এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পুরো কলকাতা।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিয়ালদহর অতিরিক্ত বিভাগীয় ও দায়রা আদালত সঞ্জয় রায়কে ভারতীয় ন্যাং সংহীতা আইনে দোষী সাব্যস্ত করেন। তার বিরুদ্ধে ১৬০ পাতার রায় ঘোষণা করেন বিচারক।
রায় ঘোষণার পর তিলোত্তমার বাবা কান্নায় ভেঙে পড়েন। তিনি বিচারককে বলেন, “আপনার ওপর যে বিশ্বাস আমি রেখেছিলাম সেটির মর্যাদা রেখেছেন আপনি।”
শনিবার দুপুরের দিকে সঞ্জয় রায়কে বাড়তি নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে নিয়ে আসা হয়। এজলাসে সঞ্জয় দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে। তিনি বলতে থাকেন, এক আইপিএস এই হত্যাকাণ্ডের সব জানে।
আদালতে আজ নিজেকে নির্দোষ দাবি করলেও এর আগে তিনি অপরাধ স্বীকার করেছিলেন। আলামত ধ্বংসের আশঙ্কা থেকে পুলিশের কাছ থেকে এই হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব তুলে নেয় সিবিআই। তারাও সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার প্রমাণ পায়।
তিলোত্তমাকে হত্যার পর কলকাতার শিক্ষানবিশ চিকিৎসকরা দীর্ঘদিন আন্দোলন করেন। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তারা।