ডেস্ক রিপোর্ট: বর্তমানে ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
বুধবার (১৫ জানুয়ারি) হামজা চৌধুরীর লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি।
ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে প্রধান। বাফুফে ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের একটি ছবি দিয়ে এই খবর জানিয়েছে। ম্যাচে অবশ্য হামজার দল লেস্টার সিটি জিততে পারেনি। ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে তারা। এ দিনও মাঠে নামার সুযোগ পাননি হামজা।
ফিফার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার অভিষেক হওয়ার কথা। বাফুফে সভাপতি সৌজন্য সাক্ষাতে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গেছে।