The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে গণ-অভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মতামত নিলেও জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এমন মন্তব্য করেছেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহফুজ আলম বলেন, ২০১৮ সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং প্রতারিত হয়েছে। জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে আমরা সবাই স্পষ্ট। ইতিমধ্যে আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা বা পরামর্শ করা যৌক্তিক মনে করছি না। প্রয়োজনও মনে করছি না।

তিনি আরও বলেন, বামদলগুলোর মধ্য অনেক সংগঠন রয়েছে। যে সংগঠনগুলো গণঅভ্যুত্থানে সহযোগিতা করেছে এবং অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। যারা আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি তাদের সঙ্গে কথা হবে। সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না। আমরা চাইবো যেন সবারই রিপ্রেজেন্ট যেন থাকে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.