The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি সরিয়ে নিলো এনসিটিবি

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র দাবির মুখে নবম ও দশম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের কাভার থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি সরিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সংগঠনটির দাবির মুখে রোববার (১২ জানুয়ারি) রাতে এই পরিবর্তন আনা হয়েছে।

‘স্টুডেন্টস ফর সভরেনিটি’র যুক্তি, সংবিধানে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার নেই। সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই ‘আদিবাসী’ শব্দটির ব্যবহার যথাযথ নয়।

এ নিয়ে রোববার সকাল থেকে এনসিটিবির সামনে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তি অনুমোদনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ও এর সঙ্গে যোগসাজস থাকা কর্মকর্তাদের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবির মুখে নবম ও দশম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের কাভার থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি সরিয়ে দেয় এনসিটিবি। এ ছাড়া পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ থেকেও গ্রাফিতিটি সরিয়ে দেয়া হয়।

এনসিটিবির ওয়েবসাইটে এখন বইটির যে অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে, সেখানে আগের গ্রাফিতির বদলে ‘বল বীর, চির উন্নত মম শির’ শীর্ষক নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.