The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫

মাহফিলে ‘তুমি’ সম্বোধনের ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগরীরর এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে শনিবার (মাহফিলের রাত) থেকেই। আলোচনায় ছিল আজহারীর ‘তুমি’ সম্বোধনের বিষয়টিও।

তিনি বেশ কয়েকবার তুমি বলে সম্বোধন করেছিলেন। শেষ মুহূর্তে বলেছিলেন, আমাকে দুই মিনিট সময় দাও শেষ করে দিবো। এতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি বলেন, ‘সিলেট আজকে যা করলা মনে থাকবে’।

আজহারীর ‘তুমি’ সম্বোধন নিয়ে অনেকেই সমালোচনা করেছেন গত দুইদিন। এবার ‘তুমি’ সম্বোধনের কারণ নিয়ে মুখ খুলেছেন আজহারী নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি বলেছেন, ‘আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করি। মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের ‘তুমি’ বলে এড্রেস করি। কখনো ঢালাওভাবে ‘তুমি’ সম্বোধন করি না’।

তিনি আরও বলেন, ‘একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা। পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব মুরুব্বিরা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে। এখন মাঠে জেন-জি দেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনি-র চেয়ে তুমি বললেই বেশী উৎফুল্ল হয়। আর তুমি বলে, আমিও সহজেই তাদের সাথে কানেক্ট করতে পারি’।

পোস্টের শেষে তিনি বলেন, ‘মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই, স্নেহভরে এই ‘তুমি’ সম্বোধন। আপনি-তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান’।

প্রসঙ্গত, শনিবার (১১ জানুয়ারি) জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল ঘিরে সিলেটের এমসি কলেজ মাঠে জড়ো হয়েছিলেন লক্ষাধিক শ্রোতা। বিপুল সমাগমের কারণে মাহফিল পরিচালনায় বেগ পেতে হয় মিজানুর রহমান আজহারীকে।

মঞ্চের ঠিক সামনের সারিতে উপস্থিত শ্রোতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন মাওলানা আজহারী। শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন। মোনাজাত শুরুর আগে অনেকটা বিরক্তির সুরেই মিজানুর রহমান আজহারী বলে উঠেন, ‘সিলেট আজকে কী করছো এটা মনে থাকবে’।

You might also like
Leave A Reply

Your email address will not be published.