The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫

২০১৯ সালে বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ: শবনম ফারিয়া

ডেস্ক রিপোর্ট: প্রেমের সম্পর্ক থেকে হারুনুর রশীদ অপুকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। তবে তাদের দাম্পত্য জীবন টিকেছিল মাত্র ১ বছর ৯ মাস। পরবর্তীতে তারা বিচ্ছেদের পথে হাঁটেন।

প্রথম সংসার ভাঙার পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন চাউর হয়। সে সময় বেশ কিছু গণমাধ্যমে তার গোপন বিয়ের খবর প্রচারিত হয়। শোনা যায়, পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তিনি। তবে ফারিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং পুরো বিষয়টি নিয়ে নীরব ছিলেন।

গত এক বছর ধরে ফারিয়াকে ‘সিঙ্গেল’ দেখা যাচ্ছে। যার সঙ্গে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল, তাকেও আর ফারিয়ার পাশে দেখা যায়নি।

সম্প্রতি অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী এবং উপস্থাপক সারা ফেয়ারুজ যাইমার বিয়েতে উপস্থিত ছিলেন ফারিয়া। বিয়ের পুরো আয়োজনজুড়ে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফারিয়া তার ফেসবুক পেজে যাইমার বিয়ের ছবি শেয়ার করেন। এরপর ভক্তরা তাকে নিয়ে মজার প্রশ্ন করতে শুরু করেন।

তাজিম আহমেদ নামে একজন লিখেছেন, ‘এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল।’ ফারিয়া মজার ছলে জবাব দেন, ‘ভাই, আমি ২০১৯ সালেই বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ!’

এক ভক্ত হোসেন চৌধুরী জানতে চান, ‘আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে?’ উত্তরে ফারিয়া বলেন, ‘একজন মানুষ কতবার বিয়ের ছবি আপলোড করবে? একবার তো দিয়েছি! দেখুন, কারো তো একবারও বিয়ে হচ্ছে না! আমি যদি একাধিক বিয়ের ছবি দেই, তাহলে বৈষম্য হবে না? আমরা তো সবে বৈষম্যবিরোধী আন্দোলন করলাম!’

ফারিয়ার এই রসবোধ ভক্তদের মন জয় করেছে। সামাজিক মাধ্যমে তার মন্তব্যের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শবনম ফারিয়ার খুনসুটি এবং সহজ-সরল কথোপকথন তাকে ভক্তদের মাঝে আরও জনপ্রিয় করে তুলেছে। তার এই হাস্যরসপ্রিয় উত্তরগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.