ডেস্ক রিপোর্ট: ছেলে লিয়াম হাসকেটের অভিষেক ম্যাচ দর্শক হিসেবে গ্যালারিতে হাজির হন বাবা। হাসকেট বল হাতে নিতেই ঘটে অদ্ভুত এক ঘটনা! বাঁহাতি এই পেসারের বলে বিশাল এক ছক্কা হাঁকান ব্যাটার। ছেলে বলে হাঁকানো ছক্কা ক্যাচ নেন গ্যালারিতে থাকা বাবা।
শনিবার (১১ জানুয়ারি) বিগ ব্যাশে অ্যাডিলেড ওভালের অ্যাডিলেড স্ট্রাইকার্স-ব্রিসবেন হিটের ম্যাচে এমন কাকতালীয় ঘটনাটি ঘটেছে। ইনিংসের চতুর্থ ওভারে হাসকেট নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি শর্ট অফ লেংথে চতুর্থ স্টাম্পে করেন। ব্যাটার নাথান ম্যাকসুয়েনি পুল করে সোজা পাঠিয়ে দিলেন মিডউইকেট স্ট্যান্ডে।
হাজার হাজার দর্শকের ভিড়ের মধ্যে বল চলে যায় হাসকেটের বাবার হাতে। চেয়ার থেকে দাঁড়িয়ে একটু কষ্ট করেই ক্যাচ নিয়েছেন তিনি। সাধারণত গ্যালারিতে থাকা কোনো দর্শক ক্যাচ নিলে বাধভাঙা উদযাপন করতে দেখা যায়। তবে ছেলের বলে ছক্কা হওয়া ক্যাচ নিয়ে মুখ গোমড়া করেই বল মাঠে ফেরত পাঠান বাবা।
এমন ঘটনার সময় ধারাভাষ্যকক্ষে কথা বলছিলেন সাবেক অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, ‘ওই লোকটি হাসকেটের বাবা লয়েড হাসকেট। সেখানেই বসে ছিল, অন্যকিছুর দিকে চোখ দেয়নি। আমরা ভেবেছিলাম, উনি অনেক ঠান্ডা মাথার কেউ একজন হবে। কিন্তু আসলে অভিষেক ম্যাচে তার ছেলে ছক্কা খেয়েছে আর তিনি ক্যাচটি ধরেছেন, এ কারণে তিনি হতাশ।’