ডেস্ক রিপোর্ট: বর্তমানে জুলাই বিপ্লবের কৃতিত্বের দাবি নিয়ে লড়াই চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত হান্নান আহমেদ খান বাবলু’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশক আগে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই শুরু হয় সেটাই এক দফায় রূপান্তরিত হয়েছিলো।
নজরুল ইসলাম খান বলেন, যে কারণে এক দফা হয়েছিলো সেই একই কারণে ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭১ এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। একই কারণে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছিলো।
পরবর্তীতে কোন না কোনোভাবে এই বিজয় ছিনতাই হয়ে গেছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবের ৫ মাস পার না হতেই এ বিজয়ের কৃতিত্ব নেয়ার জন্য লড়াই শুরু হয়েছে।