The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫

মার্চে ট্রুডোর উত্তরসূরির নাম ঘোষণা করবে লিবারেল পার্টি

ডেস্ক রিপোর্ট: আগামী ৯ মার্চ কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি তার উত্তরসূরি হিসেবে নতুন দলীয় প্রধানের নাম ঘোষণা করবে। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ৯ মার্চ দেশব্যাপী নেতৃত্ব নির্বাচনের ভোট শেষ হবে। সেদিনই নতুন নেতার নাম ঘোষণা করা হবে।

প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর দলের ভেতরে অসন্তোষ বাড়তে থাকার প্রেক্ষাপটে ট্রুডো সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

লিবারেল পার্টির সভাপতি সচিত মেহরা বলেন, একটি দৃঢ় ও সুরক্ষিত জাতীয় প্রক্রিয়ার মাধ্যমে লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে এবং ২০২৫ সালের নির্বাচন জয়ের জন্য প্রস্তুত হবে। এটি আমাদের দলের এবং দেশের ভবিষ্যৎ গঠনের জন্য সারা দেশের লিবারেলদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আমি সবাইকে এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে অংশগ্রহণের আহ্বান জানাই।

ক্রমবর্ধমান হারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত বছর জনগণের সমালোচনার মুখে ট্রুডোর প্রতি লিবারেল পার্টির সমর্থন কমে আসতে শুরু করে। জরিপ অনুযায়ী, ট্রুডোর দল কনজারভেটিভ দলের চেয়ে ২০ পয়েন্টেরও বেশি পিছিয়ে রয়েছে। কনজারভেটিভ দলের নেতৃত্বে আছেন কঠোর মনোভাবাপন্ন নেতা পিয়ের পলিয়েভ।

পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় ট্রুডো ২৪ মার্চ পর্যন্ত সংসদ স্থগিত করেন। লিবারেল দল আশঙ্কা করছে, তাদের সরকার অনাস্থা ভোটে পরাজিত হতে পারে। লিবারেল দলের নেতৃত্ব প্রত্যাশী দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও মার্ক কার্নি। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ট্রুডো সরকারের দ্বিতীয় শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। গত ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। মার্ক কার্নি কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.