The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মর-দেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর সাহেব বাজারে এবেলা ছাত্রাবাস থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি রংপুর।

জানা গেছে, ছাত্রের মা সকাল শুক্রবার থেকেই ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। রাতেও ফোন না ধরলে পাশের কক্ষের একজনকে তার সম্পর্কে জানতে চান। তারা দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করে। একপর্যায়ে না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তারা থানায় যোগাযোগ করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে জানতে নগরীর বোয়ালিয়া থানার ওসির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. রবিউল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখনও ছাত্রটির মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ ও সিআইডি এসে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। পরে পোস্টমর্টেমের জন্য নিয়ে গেছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। ওই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.