The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫

‘তুই’ বলে ডাকতে পারবে না পুলিশ, থানায় গেলে খাওয়াতে হবে চা-বিস্কুট

ডেস্ক রিপোর্ট: কোনো ‘তুই’ বা ‘তুমি’ নয়; সব নাগরিককেই বলতে হবে ‘আপনি’। ভারতের আগ্রায় এমনই নির্দেশ দেওয়া হলো পুলিশকে। পুলিশ কমিশনারের এমন নির্দেশের পেছনে রয়েছে আমজনতার কাছে পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ করার পরিকল্পনা। আসলে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের প্রতি পুলিশের খারাপ আচরণের অভিযোগ প্রায়ই ওঠে। এই পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড়ের নির্দেশ, সমস্ত অভিযোগকারীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সকলকে আপনি সম্বোধন করতে হবে। পাশাপাশি থানায় অভিযোগ করে ফোন করলে নমস্কার বলে কথা শুরু করতে হবে। অভিযোগকারীরা থানায় এলে চা-বিস্কুট খাওয়াতেও বলা হয়েছে।

তবে শুধু নির্দেশ দিয়েই তিনি ক্ষান্ত হননি। প্রতিটি থানায় সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করছেন। অর্থাৎ নির্দেশ মানা হচ্ছে কিনা খতিয়ে দেখা হবে। চলবে নজরদারি। আর কোনো পুলিশকে খারাপ আচরণ করতে দেখলেই নেয়া হবে পদক্ষেপ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগ্রার প্রতিটি থানা অত্যাধুনিক করে তোলা হচ্ছে। আসবাব থেকে বসার জায়গা- সব কিছুর সৌন্দর্যায়ন করা হচ্ছে। এর মধ্যে এসেছে এসব নির্দেশ। আগ্রা পুলিশের আশা, অদূর ভবিষ্যতেই আমজনতা ও পুলিশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.