The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫

হেলসের সঙ্গে মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট: দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ২৬ রানে হেরেছে তার দল ফরচুন বরিশাল। সে ম্যাচের পরপরই রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক।

এই আগ্রাসী আচরণের জন্য তামিমকে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করায় তামিমকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও তার নামের পাশে যোগ হয়েছে। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

তবে শাস্তির ব্যাপারে বিসিবি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

বিতর্কিত ঘটনাটির সূত্রপাত, ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন। শোনা যাচ্ছে, এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন । বরিশাল অধিনায়ক সেটা ভালোভাবে নেননি।

হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

ম্যাচ শেষে হেলস অবশ্য দাবি করেছেন তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। একটি টিভি চ্যানেলে রংপুরের ওপেনার বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) আপসেট ছিল। সে আমার কাছে এসে বলল, ‘\আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’

ওই ঘটনার পর তামিম এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.