The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫

খুবি ভর্তিতে থাকছে মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি ও বিকেএসপি কোটা

খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এতে প্রতি ইউনিটের জন্য আলাদা জিপিএ শর্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২১ – ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২৩ – ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তারা আবেদন করতে পারবেন।

পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে এবারও থাকছে কোটা পদ্ধতি। মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি ও খেলোয়াড় (বিকেএসপির) কোটায় আবেদনকারী পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নির্বাচিত হয়ে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

মুক্তিযোদ্ধার সন্তান ও উপজাতিদের জন্য প্রতি ডিসিপ্লিন থেকে একজন করে কোটায় ভর্তি হতে পারবেন। খেলোয়াড় (বিকেএসপি) কোটায় প্রতি স্কুল থেকে একজন করে নির্ধারিত হবেন। কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে।

সংরক্ষিত আসন থেকে কোন প্রার্থী না পাওয়া গেলে, সাধারণ আসন থেকে মেধা করা অনুযায়ী শুন্য আসন পূরণ করা হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট-ভিত্তিক। এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সি (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) এবং ডি ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং বি (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এ, বি এবং সি ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং ডি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। এছাড়া স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটের (এ এবং সি) আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.