The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫

স্বজনদের ভালোবাসায় সিক্ত সাবেক এসপি বাবুল আক্তার

সাড়ে তিন বছর পর উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হয়ে আত্মীয়-স্বজনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন স্ত্রী হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের নানা ও খালা বাড়ি মাগুরার শ্রীপুরে আগমন উপলক্ষে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে তাকে ফুল দিয়ে বরণ করে নেন আত্মীয়-স্বজনরা। স্বজনদের কাছে পেয়ে বাবুল আক্তার জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।

এরপর অর্ধশতাধিক মোটরসাইকেলের বহরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি গ্রামের খালা বাড়ি গেলে খালা সূর্য বেগম ও আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকাবাসী তাকে ফুলের মালা পড়িয়ে এবং ফুল ছিটিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া, খালা সূর্য বেগম, খালাতো ভাই আব্দুর রশিদ বিশ্বাস, হাফিজুর বিশ্বাস, আব্দুস সাত্তার, ভাতিজা লেলিন বিশ্বাস, আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাবুল আক্তার উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এরপর সন্ধ্যায় পরিবারসহ ঢাকার উদ্দেশে রওনা দেন।

বাবুল আক্তারের খালাতো ভাইয়ের ছেলে লেলিন বিশ্বাস বলেন, কাকা (বাবুল আক্তার) সাড়ে তিন বছর পর জামিনে মুক্ত হয়ে আমাদের মাঝে এসেছেন। আমরা আত্মীয়-স্বজনরা একত্রিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছি। এ সময় তিনি চৌকস পুলিশ অফিসার বাবুল আক্তার ষড়যন্ত্রের শিকার হয়েছেন জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তাকে চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তিনি।

উল্লেখ্য, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে।

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় ২০২১ সালের ১২ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ফেনী ও চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন তিনি। আদালতে কয়েক দফা জামিনের আবেদন করা হলেও তা না মঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। গত বছরের ২৭ নভেম্বর তার আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে মামলার বাদী বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন বহাল রাখেন। এরপর তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.