The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫

এবার জবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতাকর্মীদের মারধর

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের হট্টগোল বাঁধলে এক শিক্ষার্থী ফোনে ভিডিও করছে ভেবে তাকে মারধর করে শাখা ছাত্রদল নেতা-কর্মীরা। বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. জিহান। জিহান ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনার বর্ণনা দিয়ে জিহান জানান, “আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। পাশেই রায়হান ও তার কয়েকজন সঙ্গীর মধ্যে বাকবিতণ্ডা চলছিল। আমার হাতে ফোন ছিল এবং হয়তো ক্যামেরাটি তাদের দিকে ছিল, যা আমার জানা নেই। এ সন্দেহে তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ফোনটি ছিনিয়ে নেয়।

জিহান আরও বলেন, এই মিথ্যা অভিযোগ নিয়ে আমারে মারছে বিশেষ করে রাইয়ান নামে ১৭ ব্যাচের (ফিজিক্স) আমারে থাপ্পর এবং লাথি মারে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। প্রকৃতপক্ষে আমি কোনো ভিডিও করি নাই তারপরও মারছে। আমি চিল্লায় চিল্লায় বলতেছিলাম আমি ভিড়িও করি নি বরং আপনারা দেখেন আমি পার্সওয়াড খুলে দিচ্ছি, চেক করেন এটা বলার পরও আমায় মারছে।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের জানাব। সহিংসতা কখনো সমর্থন করি না।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

You might also like
Leave A Reply

Your email address will not be published.