The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫

জাবিতে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব

জাবি প্রতিনিধি: “মহীরুহ এলে নতজানু হয় ঝড়ও”, স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব -২৪ শুরু হবে আগামী বুধবার (১ জানুয়ারি )।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে জাতীয় বিতর্ক উৎসব উদ্বোধনী অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচীতে তথ্য জানানো হয়।

এবারের জাতীয় বিতর্ক উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় তিনটি পর্যায়ে সারাদেশের শতাধিক দল নিয়ে এবারের উৎসব অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ” উদ্বোধনী অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি”, ০১ জানুয়ারি “১৩ তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা”, ০২ জানুয়ারি “১৩ তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা”, ০৩ জানুয়ারি “১৯ তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা” এবং ০৪ জানুয়ারি “চূড়ান্ত পর্ব, পুরষ্কার বিতরণী ও সমাপনী পর্ব” অনুষ্ঠিত হবে। এ পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শারমিন এস মুরশীদ।

এবছর টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডুডলস, পাওয়ার্ড বাই মোস্তফা ডোরস, হায়ার স্টাডি পার্টনার হিসেবে থাকছে সেফালন কনসালটেন্সি, ফুড পার্টনার হিসেবে থাকছে ক্যাফে মেট্রো, গিফট পার্টনার হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্স, হসপিটালিটি পার্টনার ফূর্তি ট্যুরিজম, লজিস্টিক্স পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস, স্ন্যাক্স পার্টনার ম্যাগী, টিশার্ট পার্টনার স্মার্ট ল্যাপটপ, এন্টারটেইনমেন্ট পার্টনার স্টার সিনেপ্লেক্স।

এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টিভি, দৈনিক ইত্তেফাক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও স্বাধীন এবং রেডিও ৯১.৬ এফএম।

এবারের ‘জাতীয় বিতর্ক উৎসব ২০২৪’ এর স্কুল পর্যায়ের যুগ্ম আহবায়ক ফাতিমা তুজ জোহরা, কলেজ পর্যায়ের যুগ্ম আহবায়ক সাদমান অলীভ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহবায়ক মির্জা সাকি ও আয়োজনের আহবায়ক হিসেবে আছেন জেইউডিও’র সভাপতি তাপসী দে প্রাপ্তি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.