The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫

বিশ্বজুড়ে উত্তাপ ছড়ানো ২০২৪ সাল, রেশ থেকে যাবে বহুকাল

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালে বিশ্বজুড়ে আলোড়ন তোলে বেশ কিছু ঘটনা। হামাস-ইসরাইল ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি উত্তপ্ত ছিল গোটা মধ্যপ্রাচ্য। পতন ঘটে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের। এ বছর ছিল নির্বাচনী ক্যালেন্ডারেরও। ঘটনাবহুল এই বছরটি থেকে যাবে বিশ্ববাসীর মনে।

বিদায়ী বছরের প্রধান ঘটনাগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের গণঅভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

হামাস-ইসরাইল যুদ্ধে নিহত হয় প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনি। ভয়াবহ রূপ নিয়েছিল লেবানন-হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ। তবে শেষ পর্যন্ত উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। ইসরাইলি হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। গুপ্ত হত্যার শিকার হন হামাস নেতা ইসমাইল হানিয়া ও গোষ্ঠীটির সামরিক প্রধান মোহাম্মদ দেইফ।

প্রথমবারের মতো ইসরাইলে সরাসরি হামলা চালায় ইরান। ইরানে পাল্টা হামলা চালায় ইসরাইলও। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেসকিয়ান।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামীর ঝটিকা আক্রমণে পতন ঘটে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বছরব্যাপী বিদ্রোহী গোষ্ঠীর উপর জুফরি আক্রমণে কণ্ঠাসা হয়ে পড়ে মিয়ানমারের জানতা বাহিনী। একের পর এক শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা।

চব্বিশ ছিল নির্বাচনের বছর। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যে কি স্টারমার, পাকিস্তানের শাহবাজ শরীফ ও শ্রীলঙ্কায় বামপন্থী অনুরা কুমারা দিসানায়েকে ক্ষমতায় আসেন। এ বছর ফ্রান্সের মায়োত দ্বীপে আঘাত হানে ৯০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন। প্রাণ হারায় শত শত মানুষ।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.