The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫

জবির শিক্ষার্থীবাহী বাসে হা-মলায় ছাত্রদলের প্রতিবাদ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গাড়িতে, গাড়ির চালক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি। সোমবার (৩০ ডিসেম্বর) আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্কা-৪ বাসে শিক্ষার্থীদের উপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীবৃন্দ সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হয়। শিক্ষার্থীদের উপর হামলা ঠেকাতে গিয়ে বাস চালক জগদীশ ভাই গুরুতর আহত হয়। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

বিজ্ঞপ্তিতে তারা, উক্ত ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করার দাবি জানান। একই সাথে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রসঙ্গত, গতকাল রোববার (২৯ ডিসেম্বর) মহাখালী বাস টারমিনালে একতা পরিবহনের হেল্পার ও চালকদের হামলার শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী উল্কা-৪ বাস। এতে বাসের চালক জগদীশসহ অন্তত ৭জন শিক্ষার্থী আহত হয়। জবির বাসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে একতা পরিবহন মালিক কতৃপক্ষ। হামলায় ক্ষয়ক্ষতিতে গাড়ি মেরামত বাবদ ১২ হাজার ৯০০ টাকা, আহত ড্রাইভারের চিকিৎসা বাবদ ১ লক্ষ টাকা, হেল্পার ও শিক্ষার্থীদের চিকিৎসায় ৩০ হাজার টাকা ও এ ঘটনায় আরো ২০ হাজার টাকা জরিমানা দেবে বলে জানায় একতা পরিবহন মালিক কতৃপক্ষ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.