The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪

নিউইয়র্কে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বাংলাদেশের মননের চমক

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কে চলছে ওয়ার্ল্ড র‍্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ। যেখানে খেলছেন বিশ্বের শীর্ষ দাবাড়ুরা। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। সেখানে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক দেখিয়েছেন ওপেন বিভাগে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা।

প্রতিযোগিতায় ৯ ম্যাচে সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন মনন। আর বাংলাদেশের নারী বিভাগে চ্যাম্পিয়ন নোশিন আনজুম পেয়েছেন আট ম্যাচে আড়াই পয়েন্ট।

বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে হারান মনন। এরপর শুক্রবার (২৭ ডিসেম্বর) নবম রাউন্ডে জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে হারিয়েছেন আন্তর্জাতিক মাস্টার মনন। ১৮০ জন দাবাড়ুর মধ্যে ১৫১ নম্বরে আছেন তিনি।

অন্যদিকে নারী বিভাগে ১১০ জনের মধ্যে ১০১-এ আছেন নোশিন। ওয়ার্ল্ড র‍্যাপিড দাবা শেষ হচ্ছে আজ। এরপর একই ভেন্যুতে শুরু হবে ব্লিটস।

র‍্যাপিড দাবায় ম্যাচের দৈর্ঘ্য ১৫ মিনিট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার নেস্টেরভ এরসেনি, চিনের আন্তর্জাতিক মাস্টার লোউ ইয়িপিং ও ডেনমার্কের গ্র্যান্ডমাস্টার এন্ডারসেন ম্যাডসের কাছে হেরে যান মনন। তবে চতুর্থ রাউন্ডে জিম্বাবুয়ের আন্তর্জাতিক মাস্টার ইউরাজায়েভ মাকোটো রোডওয়েলের সঙ্গে ড্র করেন তিনি।

অন্যদিকে নোশিন প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে যুক্তরাষ্ট্রের নারী গ্র্যান্ডমাস্টার ইউয়ি জেনিফার, কাজাখস্তানের মহিলা গ্র্যান্ডমাস্টার বালাবায়েভা জেনিয়া ও কাজাখস্তানের মহিলা ফিদে মাস্টার নুরগালিয়েভা জারিনার কাছে হেরে যান। তবে চতুর্থ রাউন্ডে উগান্ডার নাইসাঙ্গা শিবা ভ্যালেন্টাইনকে হারিয়ে দেন তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.